১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

গানে গানে বিশ^জয়ের স্বপ্ন ‘টিউনস’-এর পৃথ্বীর

-

বৃহত্তর সিলেটের সন্তান এই প্রজন্মের সঙ্গীতশিল্পী পৃথ্বী পাল। সিলেটের শ্রীমঙ্গলে তার জন্ম। বি.বাড়িয়ার অভিজিত দেবের কাছে তার গানে হাতেখড়ি। তার কাছেই গান শিখেছেন দীর্ঘদিন। আর এরপর শ্রীমঙ্গলের ব্যান্ড দল ‘স্বদেশ’র সাথে নিজেকে যুক্ত করেন। এই দলের সুমিত পালের কাছেও গান শিখেছেন তিনি। তার মামা রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবত্তীর্র পূর্ণ সহযোগিতায় ঢাকায় ২০১১ সাল থেকে পেশাগতভাবে মঞ্চে গাইতে শুরু করেন। ঢাকার সঙ্গীতাঙ্গনের সবাই তাকে পৃথ্বী নামেই চেনেন। বৃহত্তর সিলেটে পৃথ্বীকে এক নামে চিনেন সবাই। মূলত এখন পৃথ্বী ‘টিউনস’ ব্যান্ড দলের হয়েই সারা দেশে গান গেয়ে বেড়ান। বিবিএ সম্পন্ন করা পৃথ্বীর স্বপ্ন একদিন সে অনেক বড় গায়ক হবে। সারা দেশজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়বে। ব্যক্তি জীবনে ভীষণ বিনয়ী পৃথ্বীর মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়েই প্রতিদিন নিজের আপাতত পেশাগত কাজে বেরিয়ে যান। সিলেট শহরেই রাজধানীর ‘ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ’-এর একজন প্রতিনিধি হয়ে নিবেদিতভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তার ভাষ্যমতে, মাঝে মাঝে জ্ঞানও অনেক সময় একটু ভালো ব্যবহারের কাছে হেরে যায়। তাই পৃথ্বী মানুষের সঙ্গে বিনয়ী থেকে ভালো ব্যবহারের মধ্যদিয়ে মানুষের অন্তরে গেঁথে যেতে চান। গানে গানে শ্রোতা দর্শকের মন জয় করতেও চান তিনি। এরই মধ্যে পৃথ্বীর বেশ কয়েকটি মৌলিক গানের কাজ চলছে। ২০২৫ সালের শুরুতেই গানগুলো প্রকাশ করার ইচ্ছে আছে তার। গান নিয়ে নিজের স্বপ্ন প্রসঙ্গে পৃথ্বী বলেন,‘ স্টেজ শোতে এখন সাধারণত প্রয়াত আইয়ুব বাচ্চু স্যার, কুমার বিশ^জিৎ স্যার, অ্যান্ডু্র কিশোর স্যার, জেমস স্যারের গানসহ নিজেদের কিছু গান পরিবেশন করার চেষ্টা করি। অবশ্যই গানের ভুবনে পথচলায় আমার বাবা মা আর বড় বোন পল্লবী দিদির অনুপ্রেরণা ছিল শতভাগ। আমার বন্ধু বান্ধবও আমাকে ভীষণ উৎসাহ দিয়ে থাকে। তবে আমার আজকের এই অবস্থানে আসার নেপথ্যে আমার মামা ডা. আশীষের ভূমিকা ছিল সবচেয়ে বেশি।


আরো সংবাদ



premium cement